মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর, ২০২৪) বিকেল ৫ টায় থানার হলরুমে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুলিয়ারচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক অরূপ রতন দাস বিজয়, পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মন্টু বিহারি ঘোষসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিবসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩১ টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকসহ কুলিয়ারচর থানার স্টাফ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এসময় আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে উপস্থিত বক্তাদের বিভিন্ন বিষয়াদি এবং সমস্যা নিয়ে মতবিনিময় শেষে উপজেলার ১ টি পৌরসভা ৬টি ইউনিয়নে মোট ৩১ টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করার জন্য ঊর্ধ্বতনের নির্দেশনানুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবরকম সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন ওসি সারোয়ার জাহান।