রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: হরতাল অবরোধ জ্বালাও পোড়াও করে তারা দেশ বিরোধী হিসেবে চিহিৃত হবে। কারো আবদারে দেশ চলে না। দেশ চলে সংবিধান অনুযায়ী। বুধবার সকালে রামগতি উপজেলার নব নির্মিত সম্প্রসারিত উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।
এরপর তিনি সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে উপজেলা হল রুমে উন্নয়ন সমন্বয় সভা এবং উপজেলা আওয়ামী লীগ আয়োজনে উপজেলা অডিটরিয়ামে পৃথক সুধি সমাবেশে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড: নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান, উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ মো. রাকিব প্রমূখ।