মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুরের মেসার্স ইশা ফিলিং স্টেশনের ম্যানেজার স্বপন মিয়াকে (৩৫) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাপে কম দেওয়ায় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার হোসেনপুর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে মেসার্স ইশা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ধারা ২৯ দন্ড ৪৬ (গ) মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে তিনি জানান।
এ সময় তাঁকে এ কাজে সহযোগিতা করেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নরসিংদী আঞ্চলিক অফিসের পরিদর্শক মেট্রোলজি শেখ রাসেল।
Please follow and like us: