মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষ্যে ভোটারদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কর্মপরিকল্পনা বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি ) দুপুরে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ উসমান গণির সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম ও ভৈরব উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা।
এতে ১৪ জন সুপারভাইজার ও ৮৫ জন তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণে অংশ নেন।
উপজেলা নির্বাচন অফিস জানায়, ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ করণের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।
Please follow and like us: