কবিতা:
স্মরণে আবু সাঈদ
লেখক: এ কে এম মফিজুল ইসলাম।
আমি দেখতে চাই
একটি ছাতিম তরু, ধন্য বরণ্য
আত্নত্যাগী
আবু সাঈদের সমাধী পাশে
কালের প্রবাহে, হয়তো একদিন
ভুলে যাবে মানুষ, কিন্তু!
নিষ্কলঙ্ক ভালোবাসা নিয়ে
নিথরে দাঁড়িয়ে ছায়া বিলিয়ে
যাবে তরু।
কখনও বা কোন দেশী বা বিদেশী
হৃদয়বান যাবে,
সাঈদের সমাধীর পাশে,
প্রখর রৌদ্রউজ্জ্বল দিনে
আশ্রয় নিবে,
সেই তরু তলে
স্মৃতিচারণে ভাসিয়ে যাবে বুক,
প্রজন্ম করবে
সাঈদের রক্তের বিনিময়ে
বিবর্তনের স্বর্গীয় সুখ।