মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর স্রোতধারায় প্রবাহমান জনগুরুত্বপূর্ণ জারির দোনা খালের উপর জোরপূর্বক ব্যক্তিগত দখলে নির্মিত ব্রীজ ভেঙে দিলো উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা চর মার্টিন ইউনিয়নের বলিরপুল এলাকার জারির দোনা খালের উপর নির্মিত ইটের ব্রীজটি।
স্থানীয় আব্দুর রহমান জানান, কিছুদিন পূর্বে জারির দোনা খালের উপর ব্যক্তিগত ব্যবহারের জন্য ইটের খালের দু’পাশ দখল এবং ভরাট করে ব্রীজ নির্মান করেন স্থানীয় ব্যক্তি শামছুল হক। ৪০ফুট চওড়া খালের দু’পাশ ভরাট করে মাত্র ১০ফুট চওড়া ১৬ফুট লম্বা ব্রীজ (কালভার্ট) নির্মান করা হয়। এসময় স্থানীয়রা বাঁধা দিলেও জোরপূর্বক ব্রীজ নির্মান করা হয়। উপজেলা প্রশাসনের নজরে গেলে বিষয়টি তদন্ত করা হয় এবং আজ ব্রীজটি ভেঙে দেয়া হয়। এতে জারির দোনা খালের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
ব্রীজ (কালভার্ট) ভাঙার সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় তহশিলদার জাফর আকবর হোসাইন, মো. জাকির হোসেন।
স্থানীয় এরশাদ আলী বেপারীর ছেলে শামছুল হক তার বাড়ির চলাচলের জন্য খাল দখল করে ব্যক্তিভাবে কালভার্ট নির্মান করেন।
সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন বলেন জারির দোনা খালের উপর অবৈধ দখলে ব্রীজ নির্মান করা হয়। ইউএনও স্যারে নির্দেশে অবৈধ ব্রীজটি ভেঙে ফেলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, ‘খাল দখল করে ব্যক্তিগত ব্রীজ নির্মাণ করা অন্যায়। যা পরিবেশের জন্য খুবই হুমকি।’ ব্রীজ বা কালভার্ট ভেঙে দেয়া হয়েছে।