সাম্প্রতিক স্বদেশ ডেক্স: ইকরা হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা।
এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মানিক, স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব মো. আবদুল গনি, মাওলানা আরিফ হোসাইন, মাওলানা ফজলে রাব্বি রিদওয়ান, হাফেজ মাহবুবুর রহমান প্রমুখ।
পরে এতিম শিশু শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।