মিজানুর রহমান মানিক, কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা: কোরআন খতম, মিলাদ মাহফিল ও ইয়াতিমদের মাঝে খাবার ব্যবস্থার আয়োজনের মধ্য দিয়ে খ্যাতিসম্পন্ন শিক্ষক মাহমুদ উল্যাহ স্যারের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ হাজীনগর ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা মিলনায়তনে ব্যতিক্রমী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের আয়োজক ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী শোয়াইব হোসেন বাবলু’র সভাপতিত্বে এ গুনী শিক্ষকের কর্মমুখর জীবন থেকে আলোচনা করেন কমলনগর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক এম দিদার উদ্দিন, প্রধান শিক্ষক ও সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সেলিম, এতিমখানা পরিচালক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
দোয়া মুনাজাত পরিচালনা করেন এতিমখানা ও মাদ্রাসা পরিচালক লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. গিয়াস উদ্দিন।
ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় ও গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক জনাব মাহমুদ উল্লাহ স্যার বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ঢাকার বাসায় চিকিৎসাধীন আছেন।
তিনি রামগতি ও কমলনগরের গর্বিত সন্তান জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম), জিয়া পরিবারের বিশ্বস্ত ও পরীক্ষিত সদস্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন মানবিক ডাক্তার খ্যাত ডা. শাহ মুঃ আমান উল্লাহর গর্বিত পিতা। শয্যাশায়ী পিতার সুস্থতা সহ নেক হায়াতের জন্য এলাকাবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন ছেলে ডা. আমান।