৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ১০:৩৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২৪, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মমতাজ বেগম রেখা (৩৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলা পাটারিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের বাড়ির পাশের ধান ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। রেখা ওই এলাকার আবদুজ জলিলের মেয়ে এবং পাশ্ববর্তী বাবুল আক্তারের স্ত্রী।

এ ঘটনায় রাতে ওই নারীর ছেলে হাসান তারেক অজ্ঞাত আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

রেখার চাচতো ভাই নাইমুর রহমান জানান, প্রায় ১৭/১৮ বছর আগে পাশ্ববর্তী বাবুল আক্তারের সাথে রেখার বিয়ে হয়। গত ১০/১২ আগ থেকে রেখা মামষিক প্রতিবন্ধী হয়ে পড়ে। দীর্ঘদিন থেকে বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছেন তারা। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ রেখা বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। এর পর শুক্রবার বিকেলে শিশুরা খেলতে গিয়ে ধান ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে তাদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান। রেখার বাম চোখ পাওয়া যায়নি, গায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার বুকের ওপর একটি লাঠি পাওয়া গেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত রেখার ছেলের একটি অভিযোগ দিয়েছেন। ময়নাতদন্ত রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত