২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৩:১৭ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. ঢাকা
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নেত্রকোনা জেলা
  11. নোয়াখালী জেলা
  12. ফরিদগঞ্জ
  13. ফেনী জেলা
  14. বিনোদন
  15. ভোলা জেলা

কমলনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২৬, ২০২২ ১১:৫৯ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে শারমিন আক্তার মনি (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। রোববার দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আব্দুর রহিমের মেয়ে। তার একটি পুত্র সন্তানও রয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, চরমার্টিন এলাকায় ৫বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী টিপু প্রবাসে থাকেন। শারমিন স্বামী ছাড়া অন্য কারো সাথে মোবাইল ফোনে কথা বলেন। বিষয়টি শারমিনের মা বুজতে পেরে সকালে তাকে বকাঝকা করেন। এতে সে ক্ষিপ্ত হয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত্যুর আগে শারমিন একটি চিরকুটে আত্মহত্যার কারণ লিখে যায় । সে তার এ আত্মহত্যার জন্য কাউকে দায়ী করেনি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে আমি গিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা