মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: কমলনগরে ভূমি অফিস থেকে ১জন দালালকে আটক করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসাইন।
বুধবার (৩০ এপ্রিল ) বেলা ১১টার দিকে উপজেলা ভূমি অফিসে দালালি করতে আসা চর জাঙ্গালীয়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে মো: হারুনুর রশিদ (৪০) কে আটক করেন তিনি।
কমলনগর উপজেলা ভূমি অফিস সূত্রে জানাযায়, কমলনগর ভূমি অফিসে নামজারির আবেদনকারীর আবেদনের ভিত্তিতে একজন দালাল (বিপুল অর্থের বিনিময়ে নামজারি সম্পন্ন করার কন্ট্রাক নিয়ে) ভূমি অফিসে আসলে তাকে হাতেনাতে ধরা হয় এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে দুই দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কমলনগর থানা পুলিশ কাছে হস্তান্তর করা হয়।
কমলনগর উপজেলা ভূমি কমিশনার (এসিল্যান্ড) মো. আরাফাত হোসাইন জানান, ভূমি অফিসে দালালি করতে আসার প্রমাণ পাওয়ায় তাকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে দুই দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।