৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ দুপুর ২:১৯ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে তিন হেভিওয়েট প্রার্থীর লড়াই জমে উঠেছে

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ২, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুহক হক মুঞ্জু , পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে নৌকা-ঈগল পাখি-ট্রাক প্রতীকের তিন হেভিওয়েট প্রার্থীর লড়াই জমে উঠেছে। বিএনপি না আসায় এবার সব আসনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছেন স্বতন্ত্ররা। কাগজে কলমে প্রার্থীর সংখ্যা ৬ জন হলেও ভোটের মাঠে চলছে নৌকা, ঈগল আর ট্রাকের ত্রিমুখী লড়াই। বাকি তিনজন প্রার্থীর নড়াচড়া চোখে পড়ছেনা। প্রতিদিনই পাল্টে যাচ্ছে প্রার্থীদের জনসংযোগের ধরণ। দিনে-রাতে ভোটারদের দরজায় কড়া নাড়ছেন তারা। ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব তারা। কর্মী-সমর্থকরা বিভক্ত হয়ে ইউনিয়নে, ওয়ার্ডে, পাড়া-মহল্লায় করছেন কর্মি সভা। ঘুরে ফিরে বিতরণ করছেন নিজের প্রার্থীর লিফলেট। পোস্টারে ছেয়ে গেছে মাঠ, ঘাট, পাড়া মহল্লা। নির্ধারিত সময়ে চলছে মাইকিং।

পাকুন্দিয়া উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, কিশোরগঞ্জ-২ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক অতিরিক্ত ডিআইজি বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এবং ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি’র সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন। এছাড়াও এই আসনে অন্য প্রার্থীরা হলেন, মাছ প্রতীকে মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (গণফ্রন্ট), আম প্রতীকে আলেয়া (এনপিপি) ও টেলিভিশন প্রতীকে মো. বিল্লাল হোসেন (বিএনএফ)।

সরেজমিনে ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, গ্রামে-গঞ্জে হাটে-বাজারে চায়ের স্টল থেকে শুরু করে সব জায়গায় এই তিন প্রার্থীকে নিয়েই সাধারণ জনতার কৌতুহল, আলোচনা-সমালোচনা, ভোটের হিসেব নিকাশ। তবে আওয়ামী ঘরানার দুই প্রার্থীকে ঘিরে দলের নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। পদধারী নেতাদের একটি অংশ নৌকার পক্ষে, অপর অংশ ঈগল পাখির পক্ষে কাজ করছেন।

পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শামছুদ্দোহা, মাহবুবুর রহমান ও ভিপি ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক একরাম হোসেন টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম ও সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মদ তুহিন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার বিথি ঈগল পাখি প্রতীকের সোহরাব উদ্দীনের পক্ষে প্রকাশ্যে মাঠে নেমেছেন। অন্যদিকে কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন খান জানিয়েছেন, তিনিসহ ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন নৌকার পক্ষে কাজ করছেন। এদিকে সাবেক এমপি সোহরাব উদ্দিনের তৃণমূলে অনেক সমর্থক আছে। আবার আব্দুল কাহার আকন্দ চাকরি ছেড়ে নতুন রাজনীতিতে নামলেও নৌকা দলীয় প্রতীক হওয়ায় তৃণমূলের অনেক নেতাকর্মী তাঁর পক্ষে রয়েছে। নৌকার পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দসহ অনেকেই কাজ করছেন।

এদিকে বিএনপির পাঁচবারের বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনও শক্তিশালী প্রার্থী। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় এবং তারেক রহমানের আন্দোলন কৌশলের প্রকাশ্য সমালোচনা করায় বিএনপি’র পদধারী নেতাদের খুব একটা কাছে পাচ্ছেননা তিনি। অবশ্য মাঠ পর্যায়ের অনেকেই তাঁকে সমর্থন দিচ্ছেন। বর্তমান এ আসনের বর্তমান এমপি নূর মোহাম্মদও তাকে সমর্থন দিয়েছেন বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন। বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ এরকম সিদ্ধান্তও প্রভাব ফেলেছে ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতাকর্মীদের মাঝে। বর্তমান এমপি’র অনুসারীরাও ট্রাকের পক্ষে ভোট চেয়ে প্রকাশ্যে মিটিং মিছিল করছেন। তাই এই আসনে হেভিওয়েটদের লড়াই জমে উঠেছে বলে ধারণা করছেন সুশীল সমাজসহ অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা।

পাকুন্দিয়া উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ জানান, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৮ শত ৪৭ জন। আগামী ৭ জানুয়ারি ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কিশোরগঞ্জ

আপনার জন্য নির্বাচিত