মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় পিক-আপ ভ্যানের চালক মো. আল আমিন (২০) নিহত ও আরো দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (২৭ জুলাই ২০২৫) আনুমানিক সকাল ৭ টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কুলিয়ারচর উপজেলার আলী আকবরী নামক স্থানে নাহার ফিলিং স্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. আল আমিন, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ফাতেমানগর কাঠাল রাজবাড়ী এলাকার মো. মজিবর রহমান হাবিবের ছেলে। আহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।
নিহতের চাচা আলী হোসেন জানান, মাছ বিক্রয় করে সিলেট থেকে ত্রিশালের উদ্দেশ্যে ফেরার পথে কুলিয়ারচরের আলী আকবরী নামক স্থানে আসলে ভৈরবগামী একটি কাভার্ড ভ্যান বেপরোয়া এসে পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৫-৭৪৮৩) এ ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। পরে পিক-আপ ভ্যানে থাকা চালকসহ আরো দুইজন ভ্যান থেকে পড়ে যায়। এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাশ্ববর্তী বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল ও কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিক-আপ ভ্যান চালক আল আমিন-কে মৃত ঘোষণা করেন। অপরদিকে ভ্যানে থাকা গুরুতর আহত মাছ ব্যবসায়ী একজনকে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি ভৈরব হাইওয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় সড়কে যানজট নিরসনে পুলিশ অবস্থান করছেন ।
এবিষয়ে ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চালকের মরদেহসহ একটি পিক-আপ ভ্যান উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের লোকজন কুলিয়ারচর থানায় একটি সড়ক দুর্ঘটনায় মামলা রুজু করেন এবং আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে গুরুরত আহতদের কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।