৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৮:১৬ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছিমা আক্তার, কুলিয়ারচর সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. রোকন উদ্দিন, ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পীযুষ ঘোষ, বড়খারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ প্রতিযোগিতার অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

ইউএনও রুবাইয়াৎ ফেরদৌসী বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা পর্যায়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সর্বশেষ - রামগতি উপজেলা