৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৯:৩২ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

জাতিগত পেশা ছেড়ে ভিন্ন পেশায় ইটনার ঋষি পাড়ার লোকজন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১২:১১ পূর্বাহ্ণ

এম. তাজুল ইসলাম ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জাতিগত পেশা ছেড়ে জীবন চলার তাকিদে ভিন্ন পেশায় আত্ম নিয়োগ করছে ইটনা উপজেলা সদর ঋষি পাড়ার লোকজন। এক সময় নিজস্ব পেশা চামড়া ও চামড়া জাত দ্রব্যের সাথে নিজেরা পুরোপুরি সম্পৃক্ত থাকলেও আজ আর নিজেদেরকে সে সব কাজের সাথে খুব একটা সম্পৃক্ত রাখছে না। বিধায় জাতিগত পেশা থেকে অনেক সরে এসেছে।

সনাতন ধর্মাবল্বী সংখ্যা লঘু জাতি ঋষি পল্লীর লোকজন। ইতিমধ্যে কেউ কেউ সরাসরি কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। কেউ বা ভ্যানগাড়ী, অটো, রিকশা, সি.এনজি, চালানোর মতো ঝুকিপূর্ণ পেশা বেছে নিয়েছে। কেউ কেউ এলাকা বা এলাকার বাহিরে বিভিন্ন প্রকার ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করছে।

এছাড়া ইদানিং সেলুনের কাজে অধিকাংশ ঋষি পল্লী ছেলেদের সম্পৃক্ত হওয়ায় ইটনা বাজারে বেশির ভাগ সেলুনের কাজটি তাদের দখলে বলে মনে হয়। বাজার ঘুুরে দেখা যায় যে, প্রায় বেশির ভাগ সেলুন দোকান ঋষি পল্লীর।

এ বিষয়ে সেলুন ব্যবসায়ি রিপন ঋষি বলেন অন্যান্য পেশায় পুজি লাগে বেশি যা যোগাড় করা কঠিন। সেলুন ব্যবসা পুিজ লাগলেও কোন রকমে বিভিন্ন এনজিও সমিতি মাধ্যমে ঋণ উত্তোলণ করে ব্যবসা দাড় করিয়ে কিস্তির মাধ্যমে সমিতির ঋণ পরিশোধ করা যায়। আমার দোকানে আমি সহ আরও দুই জন কাজ করি। দোকানটি আমার হলেও তারা দুজন প্রটাকশনে কাজ করে। দিন শেষে কাজ করে যা পাই এতে পরিবার পরিজন নিয়ে মোটামুটি কোন রকমে সংসার চালিয়ে নেয়া যায় বলে ব্যক্ত করেন ঋষি পল্লীর ইটনা বাজারের সেলুন ব্যবসায়ী রিপন ঋষি।

সর্বশেষ - রামগতি উপজেলা