১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৯:৪৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় নিটল-নিলয় মটরস লিমিটেডে’র বিরুদ্ধে অভিযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ

মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশারগঞ্জের পাকুন্দিয়া উপজলার কালিয়াচাপড়া চিনিকলের ৪৭ শতাংশ জমি বিক্রির কথা বলে বায়না বাবদ টাকা নিয়ে সব টাকা আত্মসাতের অভিযােগ উঠেছে নিটল মটরস লিমিটডে’র বিরুদ্ধে। জমি রেজিস্ট্রি না দিয়ে উল্টাে ক্রেতাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর কিশােরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৩ এ নিটল মটরস লিমিটেডে’র ৪জন কর্মকর্তাকে আসামি করে মামলা করেছেন হােসেনপুর উপজলার ছাওয়ালিয়া গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে ভুক্তভােগী গােলাপ মিয়া। বিচারক আমিনুল ইসলাম জুনাঈদ মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সরেজমিনে তদন্ত প্রতিবদন দাখিল করার জন্য কিশারগঞ্জের গােয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়ছেন।

মামলার আসামিরা হলেন, নিটল মটরস লিমিটেডের সিনিয়র ম্যানজার মাে. রেজাউল করিম, জিডিএম মাে. রাফেজ মিয়া, ডিজিএম ইকরাম হাসন ও কিশারগঞ্জ ইকােনমিক জােনের ম্যানজার সাইফ উদ্দীন আহমেদ শামীম। তারা প্রত্যকই নিটল-নিলয় টাওয়ার, ৬৯ নিকুঞ্জ, এয়ারপাের্ট রােড, খিলক্ষেত, ঢাকা-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিটল মটরস লিমিটেডের চার কর্মকর্তা মাে. রেজাউল করিম, মাে. রাফেজ মিয়া, ইকরাম হােসেন ও সাইফ উদ্দীন শামীম পাকুদিয়া উপজলার কালিয়াচাপড়া চিনিকলের অধীন হােসেনপুর উপজলার রামপুর মৌজার আরএস ৩ নম্বর খতিয়ানের ৭৮২ নম্বর দাগের ৪৭ শতাংশ পতিত জমি বিক্রির জন্য গােলাপ মিয়ার কাছে প্রস্তাব করেন। এতে গােলাপ মিয়া রাজি হয়ে ২০২২ সালের ২৮ জানুয়ারি বায়না বাবদ প্রথম ২৩ হাজার ৫০০টাকা পরিশােধ করেন। পরবর্তীতে চার দফায় আরও ৩০ লাখ ৮৫ হাজার টাকা পরিশােধ করেন। তিনি জমি ক্রয় বাবদ সর্বমােট ৩১ লাখ ৮ হাজার ৫০০ টাকা পরিশােধ করেছেন। সমস্ত টাকাই সাক্ষীদের উপস্থিতিতে নিটল মটরস লিমিটেডের প্যাডে সাক্ষর করে মানি রিসিটের মাধ্যমে জমা নিয়েছেন ডিজিএম ইকরাম হােসেন। কিন্তু টাকা নেওয়ার তিন বছর পেরিয়ে গেলেও তাঁরা তাঁকে জমি রেজিস্ট্রি করে দিচ্ছেন না। বিভিন্ন টালবাহানা করে সময় ক্ষেপন করছেন।

ভুক্তভাগী গােলাপ মিয়া বলেন, জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা বললে তাঁরা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তাই উপায় না পেয়ে আমি তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি।

কিশারগঞ্জ জেলা গােয়েন্দা পুলিশর (ডিবি) ইন্সপেক্টর মাে. আজিজ আহমেদ বলেন, এ ব্যাপারে আদালত থেকে নির্দেশনা পেয়েছি। উভয়পক্ষকে নােটিশ করা হয়েছে। তদন্তের কাজ চলছে, অতিদ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে পেশ করা হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

তাড়াইলে বীরমুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পাকুন্দিয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

লক্ষ্মীপুরে ১০ প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা পেলো সংবর্ধনা

উপ-সম্পাদকীয়: লক্ষীপুর শহরের ঈদের মার্কেট; অতপর: পুলিশি নিরাপত্তা

এক পিস ডাবের দাম ১৮০ টাকা!

হোসেনপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বয়স্কদের অনুদান ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

ইটনা পশ্চিমগ্রাম নন্দীহাটি ও হাজারী কান্দার লিংক রোডটি সংস্কার একান্ত প্রয়োজন

রাসেলস ভাইপার ভেবে অন্য সাপ মারলেন মাঝি

রামগতিতে এমপি আবদুল্লাহ’র সাথে মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময়