মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে শিমুলিয়া গ্রামের ভূইয়া বাড়ীর মুস্তাকিমের ছেলে রাফসান। বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাওখায়াত হোসেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আমাদের অগোচরে বাড়ি পাশে পুকুরে পানিতে পড়ে যায় ঐ শিশুটি। দীর্ঘক্ষন দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজা খুঁজি শুরু করে। কোথায়ও না পেয়ে বাড়ি পাশের পুকুরে পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।
তাৎক্ষনিক থানা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ চলে আসে। এ ঘটনা পাকুন্দিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।