২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রাত ২:০৬ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

পাকুন্দিয়ায় পানির নিচে ১৬৯৫ হেক্টর রোপা আমন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১০, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে ১৬৯৫ হেক্টর চাষী রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্থের কবলে পড়েছে শতশত কৃষক। ভারী বর্ষন হওয়ায় সবুজ ধানের চারা গুলো পানির নিচে ও মাটির সঙ্গে মিশে গেছে। আমন ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় এলাকার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন, বুরুদিয়া, এগারসিন্দুর, সুখিয়া, চন্ডিপাশা, হোসেন্দী, নারান্দী, পৌরসভার দিয়াপাড়া, চরপাকুন্দিয়া, চালিয়াগোপ, কুড়তলা, সৈয়দগাঁও, দরদরা এলাকা সবচেয়ে বেশি রোপা আমনের ক্ষতি হয়েছে। এসব এলাকায় ধানের জমি এখনও পানির নিচে। ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা জানিয়েছেন হঠাৎ এমন ভারী বৃষ্টিপাতে আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষকলীগ সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল বলেন, আমার নিচ গ্রাম দিয়ার শতাধিক কৃষকের ধান বর্তমানে পানি নিচে রয়েছে। এছাড়াও উপজেলার অন্যান্য এলাকায় কৃষকের রোপিত ধান পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম জানান, আমন ধান ছাড়াও ভারী বৃষ্টির ফলে চরফরাদী ও জাঙ্গালিয়া ইউনিয়নের ৭৫ হেক্টর জমির সবজি এবং ২৫ হেক্টর বরজের পান ক্ষতি সাধিত হয়েছে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর

আপনার জন্য নির্বাচিত