১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:৩১ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় পুলেরঘাট বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২৩, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলেরঘাট বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের পুলেরঘাট বাজারে আজহারুল উলুম দাখিল মাদ্রাসা মার্কেটের সামনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মন্তোষ বিশ্বাস।

পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৮নং বিটে দায়িত্বপ্রাপ্ত এসআই আছাদুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন। এএসআই জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলেরঘাট বাজার আজহারুল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা আমিনুল ইসলাম, পুলেরঘাট বাজার বণিত সমিতির সভাপতি জাফরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, বাজার ব্যবসায়ী আরফান উদ্দিন, পাকুন্দিয়া ইউপি সাবেক সদস্য এনায়েত হোসেন ও আওয়ামী লীগ নেতা আলমসহ বাজার ব্যবসায়ীবৃন্দ জনপ্রতিনিধি, গন্যমান্যবর্গ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মন্তোষ বিশ্বাস প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবণতা, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া, জাল নোটের বিস্তার, গবাদিপশু চুরি, মারামারি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের নির্পাত্তা, সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক ভাবে সকল নাগরিককে সচেতন থাকতে হবে। সকলের সহযোগিতায় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা পুলিশের পক্ষে সহজ হয়।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা