১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১২:৫৯ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

পাকুন্দিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ

ম্ঞ্জুুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মঠখোলা বাজারের এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের মঠখোলা-পাকুন্দিয়া সড়কে এসব কর্মসূচী পালন করা হয়। ভুক্তভোগী দ্বীন ইসলাম ও এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচীর আয়োজন করা হয়।

দ্বীন ইসলাম উপজেলার বারাবর গ্রামের আবদুল হেকিমের ছেলে। তিনি পেশায় একজন পোল্ট্রি খামারি। ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক লোকজন অংশ নেয়। মানববন্ধন শেষে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মঠখোলা বাজারে বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে দ্বীন ইসলাম বলেন, আমি একজন পোল্ট্রি খামারি। এ সুবাদে কোয়ালিটি ফীড কোম্পানির ডিলার একই উপজেলার বাহাদিয়া এলাকার আসাদুজ্জামান (আসাদ ডিলার) এর সঙ্গে আমার ব্যবসায়ীক সম্পর্ক গড়ে ওঠে। ব্যবসার একপর্যায়ে আসাদুজ্জামান আমাকে জানান খালি স্ট্যাম্প ও খালি চেকে আমার স্বাক্ষর করে তার কাছে জমা দিতে হবে। নয়তো আমার সঙ্গে আর ব্যবসা করবে না। আমি আমার পোল্ট্রি খামারের স্বার্থে তার শর্তে রাজি হই। পরবর্তীতে আমার কাছে তার পাওনা যাবতীয় টাকা পরিশোধ করার পরও তিনি আমার স্বাক্ষর করা এসব কাগজ ফেরত না দিয়ে উল্টো আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এতে আমি মানসিকভাবে খুবই হতাশ।।

তিনি আরও বলেন, আসাদ ডিলার শুধু আমিই নই। আমার মতো অনেক খামারিকে এমন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এতে আমার মতো অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পথে বসেছেন। আমি আমার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

এব্যাপারে জানতে চাইলে আসাদুজ্জামান (আসাদ ডিলার) তার ওপর আনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ওই ব্যক্তির কাছে আমি ও আমার কোম্পানি ব্যবসার টাকা পাই। পাওনা টাকা ফেরত না দেওয়ায় তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছি। রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছেন বলেও তিনি দাবি করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত