২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রাত ১২:১৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

রামগতিতে গণহারে চুরির হিড়িক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৮, ২০২২ ১১:৫৫ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে গণহারে চুরির হিড়িক পড়েছে।

শনিবার (২৭ আগষ্ট) গভীর রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডে মাওলানা আবুল খায়েরের বাড়ীতে জানালার গ্রীল কেটে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, গভীর রাতে আবুল খায়ের তার পরিবারের সদস্যদের নিয়ে গভীর ঘুমে অচেতন অবস্থায় চোরের দল তার ঘরের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। ঘরে ঢুকার আগে তারা বাহিরের বাতিগুলো ভেঙ্গে ফেলে। যাওয়ার সময় ঘরের সমস্ত মালামাল এলোমেলো করে রেখে যায়। এর আগের দিন তারা রান্না ঘরের জানালা কেটে ঘরে ঢুকার চেষ্টা করে।

গত কয়েক দিনে পৌর ৬নং ওয়ার্ডের সেনা সদস্য আল আমিনের বাড়ী, আলেকজান্ডার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মতিন মাওলানার বাড়ী, একই এলাকার সাদ্দামের দোকান, ডাক্তার বাড়ীর ফরিদের ঘরে চুরির ঘটনা ঘটে।

ভূক্তভোগী মাওলানা আবুল খায়ের বলেন, এর আগের দিন তারা আমার রান্না ঘরের জানালা ভেঙ্গে মূল ঘরে ঢোকার চেষ্টা করে তাই গভীর রাত অবধি পাহারা দেয়ার পর ভোর রাতে ঘুমিয়ে পড়ি তখন চোরের দল জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার সহ কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করেছি।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, ইদানিং চুরির উপদ্রবের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা টহল ও গ্রাম পুলিশের তৎপরতা জোরদারের পাশাপাশি চুরির মালামাল উদ্ধার ও ঘটনা গুলো উদঘাটনের চেষ্টা করছি।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর