৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৯:০০ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের সাংস্কৃতিক সন্ধ্যা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১, ২০২৫ ৮:৩৭ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

সোমবার সন্ধায় চর পোড়াগাছা ইউনিয়নের হাজী এ গফুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা, শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ শামীমের পিতা আবদুল হাই ও শহীদ সবুজের পিতা আবদুল মালেক উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের উপজেলা সমন্বয়ক মিনহাজুল ইসলাম রাজু, আন্দোলনের সহযোদ্ধা নিয়ামুল হাসান শান্ত, মোমিন উল্যাহ, সাইদুর রহমান মারুপ, শাহিন শাহ সুমন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন, গণ অধিকার পরিষদের আহমেদ রাজু, ছাত্র অধিকার পরিষদের সৌরভ গাজী, জেএসডি ছাত্রলীগের নেতা আলাউদ্দিন পাটওয়ারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে শহীদ শামীমের ও শহীদ সবুজের পিতাকে চাদর পরিয়ে দেন ছাত্র নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদানের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন রায়পুর কালচারাল একাডেমীর শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন।

সর্বশেষ - রামগতি উপজেলা