মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ব্যবসায়ী, যুবক, ছাত্র সকলের মোবাইলের দিকে চোখ। কিছুক্ষণ পরেই কারো চোখে টাকা হারানোর বিষন্নতা আবার কারো দৃষ্টিতে টাকা পাওয়ার আনন্দে বিভোর। হাট-বাজার, হোটেল, রেস্তোরা, খেলার মাঠ সর্বত্র এমন দৃশ্যই চোখে পড়ে চর পোড়াগাছা ইউনিয়নের নতুন বাজার এলাকায়।
লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের নতুন বাজার এলাকা কেন্দ্রিক গড়ে উঠেছে এ ক্যাসিনো সিন্ডিকেট।
নোয়াখালী জেলার সীমান্তবর্তী এলাকা হওয়াতে এখানে গড়ে উঠেছে অনলাইন ক্যাসিনো, চুরি, ডাকাতি, ভূমি সংশ্লিষ্ট সহ বিভিন্ন ধরনের অপরাধীদের শক্তিশালী সিন্ডিকেট।
জানা যায়, নতুন বাজার এলাকার মন্নানের ছেলে জামরুলেরর নেতৃত্বে গড়ে উঠেছে এখানে শক্তিশালী কাসিনো সা¤্রাজ্য। অল্প সময়ে হয়ে যাবেন কোটিপতি এমন প্রলোভনে নিয়োগ করেন একেকজন এজেন্ট। জামরুল পলাতক থেকে একই এলাকার রহমান, রাশেদ সহ শতাধিক এজেন্টদের মাধ্যমে পরিচালনা করেন ক্যাসিনো। এসব এজেন্টরা প্রত্যেকেই জামরুলকে দিতে হবে দুই লক্ষ টাকা। এভাবে তার নেতৃত্বে রয়েছে শতাধিক এজেন্ট বা ডিলার। এসব ডিলাররা বসে থাকে বাজারে বিভিন্ন দোকানে। তারা প্রতিনিয়ত এনড্রয়েড সেট নিয়ে ক্যাসিনোর সাইট খোলা রাখে। যে কোন লোক এখানে জুয়ায় অংশ নেবে আর টাকা বাজি ধরবে। হারলে টাকা শেষ আর বিজয়ী হলে পাওয়া যায় কয়েকগুন বেশী টাকা। এভাবে প্রতিনিয়ত নির্ধারিত এজেন্টদের মাধ্যমে খেলায় মত্ত থাকে সাধারণ কিছু লোক। গ্রামীণ জনপদের সাধারণ মানুষকে নি:স্ব করে কোটি কোটি টাকা চলে যাচ্ছে মান্নানের ছেলে জামরুলের পকেটে।
স্থানীয় সচেতন নাগরিক আবুল কালাম জানান, নতুন বাজার এলাকার মন্নানের ছেলে জামরুলের ছত্রছায়ায় এলাকায় বিস্তার লাভ করে অনলাইন জুয়ার। তরুণরা ক্যাসিনো অনলাইন জুয়ায় জড়িয়ে এবং হাজার তরুণ কিশোরকে এ অনলইন জুয়ায় আসক্ত করে এ সিন্ডিকেটের হোতারা একেকজন তৈরি করেছেন বিশাল আলীশান বাড়ী। হয়েছেন গাড়ি,বিত্তবৈভব আর অসংখ্য ধন-সম্পদের মালিক। এখানে জামরুলের সাব এজেন্ট হিসেবে নিয়োগ দেয়া স্থানীয় ইসমাইলের ছেলে এমরান, আশ্রাফের ছেলে মনির, মিলন মেম্বারের ছেলে তামিম রাশেদ এর নেতৃত্বে চলে রমরমা এ জুয়ার ব্যবসা।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার জানান, আমার জানামতে এলাকার নতুন বাজার কেন্দ্রিক মোবাইলে জুয়া খেলার একটি চক্র গড়ে উঠেছে। এতে করে এলাকার যুব সমাজ ও সাধারণ ছাত্ররা এ মোবাইল জুয়ায় মারাত্নক ভাবে আসক্ত হয়ে পড়ছে। বিপদগামী হচ্ছে উঠতি তরুণ কিশোররা। সাধারণ মানুষকেও তারা ক্যাসিনোতে আকৃষ্ট করে ফেলেছে।
অনলাইন মোবাইল জুয়া ক্যাসিনোর মূল মাষ্টারমাইন্ড ক্যাসিনো জামরুল পলাতক থাকায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয় নাই।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।