২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৬:২৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. ঢাকা
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নেত্রকোনা জেলা
  11. নোয়াখালী জেলা
  12. ফরিদগঞ্জ
  13. ফেনী জেলা
  14. বিনোদন
  15. ভোলা জেলা

রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ২ জেলের মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১২, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নৌকার মালিক মিরাজ উদ্দিন কবি ব্যাপারী।

এর আগে গত (৭ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রামগতি বয়ারচর ব্রীজঘাট এলাকায় নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৪ জন জেলে অগ্নিদগ্ধ হন। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা হাসপাতালে নিলে সেখান থেকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৯ টার দিকে আমজাদ হোসেন (৪২) মারা যায়। আজ মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে ৫ টার দিকে ফারুক (৩৯) নামের আরেকজন মারা যায়। চিকিৎসাধীন গণি গাঁ (৪৫) আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাদের সবার বাড়ী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী এলাকায়। দগ্ধরা হলেন-আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০) গণিখা (৪৫) ও ফারুক (৩৯)। এরা সবাই জেলে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে দুপুরের খাবার রান্না করার জন্য নদীতে নৌকার মধ্যে গ্যাস সিলিন্ডার চালু করেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে। নৌকায় থাকা ৫ জন জেলের মধ্য দেলোকা নামে নৌকার মাঝি নদীতে লাফ দিয়ে পড়ে যায়। বাকি ৪ জন জেলে দগ্ধ হন। পরে তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর দেখে তাদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে প্রেরণ করা হয়।

নৌকাটির মালিক মিরাজ উদ্দিন কবি ব্যাপারী বলেন, আমজাদ হোসেন ও ফারুক ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, দগ্ধ ৪ জেলের মধ্যে আমজাদ ও ফারুক নামের দুইজনের মৃত্যুর খবর পেয়েছি।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগর চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার আর বেঁচে নেই

রামগঞ্জে অসুস্থ্য ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

পাকুন্দিয়ায় ভাইস চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

অপরাধ নির্মূলে সামাজিক সম্প্রীতি বড় ভূমিকা রাখে- অতিরিক্ত পুলিশ সুপার

রামগতিতে ৬ দিন ধরে শিশুসহ নিখোঁজ মা

পাকুন্দিয়ায় মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

রামগঞ্জে ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাবা জেলা পরিষদের চেয়ারম্যান

কমলনগর প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি মিঠু, সম্পাদক মুসা

রামগতিতে সার্ভে ও পরিমাপ ছাড়াই পাউবির খাল খননের উদ্যোগ

অষ্টগ্রামে আমনের সবুজ পাতায় স্বপ্ন বুনছে হাওরের কৃষক