১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৩:৩২ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে বর্ধিত দরে সার বিক্রি, উধাও ভূর্তকির কৃষি যন্ত্রপাতি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২, ২০২২ ২:১৩ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বৃহত্তর নোয়াখালীর শস্য ভান্ডার এবং হাইব্রিড ফসল সয়াবিনের মাদারলান্ড রামগতি। এখানে এখন চলছে ফসলী ক্ষেতে কৃষাণ কৃষাণীর দিনরাত অফূরান পরিশ্রম। কৃষির এ ভরা মৌসুমে কৃষক রয়েছে ডিজেলের বর্ধিত দামের কষ্টে আর সার ডিলারদের দাম বাড়ানোর কারসাজিতে দিশেহারা।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষি বিভাগের নিযুক্ত ৯ জন সার ডিলাররা সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ইউরিয়া ২২ টাকা প্রতি বস্তা ১১০০টাকা, টিএসপি ২২ টাকা প্রতি বস্তা ১১০০টাকা, ডেব ১৬ টাকা প্রতি বস্তা ৮০০টাকা আর এমওপি ১৫ টাকা প্রতি বস্তা ৭৫০টাকা দরে বিক্রি করার কথা।

বাজার ঘুরে দেখা যায়, সরকারী দরে বিক্রির কথা থাকলেও তারা প্রতি কেজি সারে ১০ থেকে ১৫ টাকা বর্ধিত দরে বিক্রি করছে। একদিকে ডিজেলের দাম বৃদ্ধির ফলে কৃষক জমি চাষ দিতে পড়েছে আর্থিক সমস্যায় অন্যদিকে ডিলারদের কারসাজিতে বর্ধিত দরে সার কিনতে গিয়ে তাদের অবস্থা যেন মরার উপর খরার ঘা।

এদিকে বর্তমান কৃষি বান্ধব সরকার উপকূলীয় কৃষকের সুবিধার্থে কৃষি যন্ত্র কম্বাইন্ড হার্ভেষ্টার, রিপার, সিডার, পাওয়ার থ্রেসার, মেইজ সেলার ক্রয়ে দিচ্ছে শতকরা ৭০ ভাগ ভূর্তকি। আর তা নিয়ে কৃষি বিভাগের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। সরকারের ভূর্তকিতে দেয়া কৃষি যন্ত্রপাতি তারা রামগতির কৃষকদের নামে নিয়ে তা স্বংশ্লিষ্ট সরবরাহকারী ডিলারের যোগসাজসে আর্থিক লাভে বিক্রি করে দিচ্ছে যে সব এলাকায় ভূর্তকি দেয়না সেসব জেলায়।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে রামগতিতে ১২টি কম্বাইন্ড হার্ভেষ্টার, ১টি রিপার, ৭টি পাওয়ার থ্রেসার, ৪টি মেইজ সেলার ও ৭টি সিডার বিতরণ করা হয়েছে।

বিশ^স্তসূত্রে জানা যায়, দ্বীর্ঘদিন থেকে একই অফিসে কাজ করা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অশোক কুমার নাথ ও উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সালেহ উদ্দিন পলাশের সহযোগীতায় অসাধু উপজেলা কৃষি কর্মকর্তা স্বংশ্লিষ্ট কৃষি যন্ত্র সরবরাহকারী ডিলারের যোগসাজসে কৃষি যন্ত্রপাতি বিক্রি করে দিচ্ছে অন্য জেলায় যেখানে কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ভূর্তকি দেয়া হয়না। কৃষি বিভাগের এ তিনজন দ্বীর্ঘদিন চালিয়ে যাচ্ছেন এ ব্যবসা। অশোক কুমার নাথ তার দায়িত্ব পালন না করে চেয়ারে বসে থেকে মূলত অফিস সহকারীর কাজটি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

এ সকল অভিযোগের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, কি পরিমান কৃষি যন্ত্র রামগতিতে দেয়া হয়েছে তা আমি জানিনা। তবে তা জানে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সালেহ উদ্দিন সেলিম জানেন।

উপজেলা নির্বাহী অফিসার এসএম শান্তুনু চৌধুরী জানান, আমরা বাজার মনিটরিং করছি সরকার নির্ধারিত দরে সার বিক্রি করতে হবে। এর বাইরে কাউকে সার নিয়ে তেলেসমাতি করতে দেয়া হবেনা।

উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল জানান, বর্ধিত দরে সার বিক্রি, ভূর্তকির কৃষি যন্ত্র সহ অন্যান্য অভিযোগের বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে এলজিইডি’র উন্নয়নমূলক কাজ পরিদর্শনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী

কিশোরগঞ্জ ম্যানেজার ফোরামের ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত

কমলনগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

কিশোরগঞ্জ-৩ আসনে ৬ষ্ট বারের মতো সংসদ সদস্য হলেন জাপা মহাসচিব চুন্নু

তাড়াইলে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এর আরটিসি কনফারেন্স অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে —লক্ষ্মীপুরের সমাবেশে ড. রেজাউল করিম

রামগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণ

পাকুন্দিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা

নোয়াখালীতে কাজী ফার্মের বিরুদ্ধে পরিবেশ ও শব্দ দূষণের অভিযোগ