সাম্প্রতিক স্বদেশ ডেক্স: লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রম-২০২৫এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর ২০২৫ইং) বিকাল ৩ ঘটিকায় রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলওয়াত করেন রামগতি উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান।
রামগতি উপজেলা বিএনপি’র সভাপতি মো. জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাবুদ্দীন সাবু।
রামগতি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন ও রামগতি পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তজা আল আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন শিকদার ডালিম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. শাহ পরান।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক আজাদ উদ্দিন ডলার, যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ শাপলা, যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, যুগ্ম আহবায়ক আব্দুর রব চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক এতেশামুল হক, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রফেসর দিদার উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জমির আলী, সদস্য সচিব শাহ মো. শিব্বির, পৌর যুবদলের আহ্বায়ক মাস্টার আব্দুল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাছিমা আক্তার মুক্তা, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক আইরিন আক্তার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, যুগ্ম আহবায়ক পারভেজ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, হাবিবুর রহমান টিটুসহ প্রমূখ।