মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় জাতীয় পার্টির সভা পন্ড হয়েছে। হামলায় জাতীয় পার্টির ৬ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১৪ জুলাই) বিকালে পৌর আলেকজান্ডার বাজারে দলটির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামগতি থানার ওসি মো. কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্র্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
জানা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা জাতীয় পার্টি। সভা চলাকালীন সময়ে বিকাল ৫টার দিকে বিএনপি’র আলেকজান্ডার ইউনিয়ন সেক্রেটারী আলম হাওলাদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজাদা প্রিন্স ও বিএনপি নেতা আব্বাস উদ্দিনের নেতৃত্বে ২৫/৩০ জন নেতাকর্মী জিয়ার সৈনিক শ্লোগান দিয়ে সভাস্থলে গিয়ে হামলা চালায়। এ সময় তারা মঞ্চের ব্যানার, ফেস্টুন, ছিঁড়ে ফেলে চেয়ার টেবিল ভাংচুর করে। তাদের হামলায় উপজেলা সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারী হান্নান, সালাউদ্দিন, সাবেক উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ সহ মোট ৬ জন আহত হয়।
জাতীয় পার্টির উপজেলা সেক্রেটারী হান্নান জানান, আলোচনা সভা চলাকালে হঠাৎ করে বিএনপি’র আলেকজান্ডার ইউনিয়ন সেক্রেটারী আলম হাওলাদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজাদা প্রিন্স ও বিএনপি নেতা আব্বাস উদ্দিনের নেতৃত্বে ২৫/৩০ জন নেতাকর্মী জিয়ার সৈনিক শ্লোগান দিয়ে সভাস্থলে গিয়ে হামলা চালায়। এ সময় তারা মঞ্চের ব্যানার, ফেস্টুন, ছিঁড়ে ফেলে চেয়ার টেবিল ভাংচুর করে। তাদের হামলায় আমাদের ৬ জন নেতাকর্মী আহত হয়।
অভিযোগ অস্বীকার করে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজাদা প্রিন্স বলেন, এরা ফ্যাসিস্ট সরকারের দোসর। তাদের দলের সব ধরনের কর্মসূচী পালনে নিষেধ রয়েছে। তবে হামলার সময় আমি সেখানে ছিলাম না। হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি।
উপজেলা বিএনপির আহবায়ক জামাল উদ্দিনের বক্তব্য নেয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, কর্মসূচীর কোন অনুমতি নেয়া হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকটি চেয়ার ভাংগা দেখেছি। আহত হওয়ার খবর কেউ আমাকে জানায়নি।