৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ২:০৬ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে বিধবার বসতবাড়ী জমি দখলের পাঁয়তারা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ৬, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: মেঘনা নদীর করাল গ্রাসে বাড়ীঘর বিলীন হওয়ার পর একই গ্রামে স্বামীর ক্রয় করা সম্পত্তিতে ছেলে মেয়েদের নিয়ে বসাবস শুরু করেন বিধবা মারাজান বেগম। দুই ছেলে চাকরীর সুবাদে ঢাকায় থাকেন আর দুই মেয়ে বিয়ে দেয়ায় থাকেন স্বামীর বাড়ীতে এ কারণে বাড়ীতে একাই থাকেন বিধবা মারজান বেগম। একা থাকার সুযোগে সম্পত্তি গ্রাস করার ষড়যন্ত্রে নামে স্থানীয় কিছু কূচক্রি। লক্ষ্মীপুরের রামগতিতে বিধবা মারজানের বাড়ী জমি দখলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালী ছালু কোম্পানীর বিরুদ্ধে।

উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামের মাওলানা শাহাব উদ্দিনের বাড়ীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বসত বাড়ী নদীতে ভেঙ্গে যাওয়ার পর স্বামী মাওলানা শাহাব উদ্দিনের ক্রয় করা ৮ শতক জমিতে মাটি দিয়ে খনাখন্দক ভরে বাড়ীঘর নির্মাণ করে বসত করে বিধবা মারজান বেগম। ভূমিটির রেকর্ড ও নামজারী রয়েছে মাওলানা শাহাব উদ্দিনের নামে। কয়েক যুগ বসবাসের পর গত আগস্ট গণঅভ্যূত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর এ বাড়ী ও জমিজমা দাবী করেন স্থানীয় প্রভাবশালী একটি রাজনৈতিক দলের কর্মী মৃত আবদুর রবের ছেলে ছালাউদ্দিন ছালু কোম্পানী ও তার সহোদর ভাইয়েরা। জমির মালিক দাবী করে সম্প্রতি তারা গায়ের জোরে বেশ কয়েকটি রেইনট্রি গাছ কেটে ফেলা নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ছালু কোম্পানী জমি ও বাড়ীর মালিকানা দাবী করে থানায় মামলা দায়ের করে।

এবিষয়ে ছালাউদ্দিন ওরপে ছালু কোম্পানী বলেন, এ জমি আমাদের মৌরশী সম্পত্তি। আমরা কাগজপত্র যাছাই বাছাই করে দেখেছি এ জমি আমাদের। তাই আমরা আইনের স্মরণাপন্ন হয়েছি।

ভূক্তভোগী মারজান বেগম জানান, এরা ১১ ভাই সহ তাদের পরিবারের লোকজন বেশী হওয়ায় তারা আমার বাড়ীতে এসে নানান ধরনের হুমকি ধমকি দেয়। আমাকে এ বাড়ী থেকে বের হয়ে যেতে বলে অন্যথায় আমার পরিবারের সমূহ ক্ষতি হইবে বলে গালমন্দ করে। এ ছাড়া এ জোদ্দাররা জোরপূর্বক বাড়ীর বেশ কয়েকটি গাছপালা কেটে নিয়ে যায়। এরই মধ্যে বাড়ীতে দুইবার চুরি হয়েছে। ঘরের সিঁধ কেটে দুইবার চোর হানা দিয়ে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। আমার স্বামীর ৩৪ বছর পূর্বে ক্রয় করা আমাদের বৈধ সম্পদ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করতে চাই।

তদন্ত কর্মকর্তা রামগতি থানার এস আই শিমুল বড়–য়া জানান, সরেজমিন তদন্ত করেছি। ভূমি দাবী বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কর্তনকৃত গাছ যে ভাবে আছে সেভাবেই থাকবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত