মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে লক্ষ্মীপুর-১ রামগতি সদর ব্রাক অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গণে এ চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাক ইস্ট ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মইনুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ব্রাক লক্ষ্মীপুর-১ আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী) মো. ইউসুফ। উপস্থিত ছিলেন এসএসলিড ডিভিশনাল কো-অর্ডিনেটর মো. জামান, ব্রাক জেলা সমন্বয়ক অরুন কুমার দাস. নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডাক্তার সাইফ মোহাম্মদ ফাহাদ ও ব্রাক রামগতি শাখা ব্যবস্থাপক (দাবী) নাজমুল হোসেন মজুমদার প্রমূখ।
চক্ষু পরীক্ষা ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথি ব্রাক ইস্ট ডিভিশনের সিনিয়র পোগ্রাম ম্যানেজার মইনুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। মেঘনা নদীর ভাঙ্গণ কবলিত পিছিয়ে পড়া জনপদ রামগতির অনগ্রর জনগোষ্ঠী, বৃদ্ধ, শিশু, শিক্ষক, শিক্ষার্থীদের দৃষ্টি শক্তির সমস্যার সমাধানের লক্ষ্যে আজকের এ আয়োজন। আমরা এখানে প্রাথমিক চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা প্রদান করবো। জটিল রোগীদের চোখের ছানি অপারেশন সহ সার্জিক্যাল বিষয়ে পরামর্শ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।
সকাল থেকে বিকাল অবধি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৫ শতাধিক চক্ষু রোগী এ ক্যাম্পে এসে সেবা গ্রহন করে।

















