মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চরবাদাম ইউনিয়নের জমিদারহাট বাজারে আগুনে ৮ দোকান ভষ্মিভূত হয়।
শনিবার (২৫ অক্টোবর) বিকালে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বিকালে আগুনে পুড়ে জামালের ভ্যারাইটিজ স্টোর, সাদ্দামের লেপদোকান, আরিফের চা ও ভ্যারাইটিজ স্টোর, শহীদ ভলকানাইজিং, রতনের সাইকেল স্টোর, মিলনের অটো স্টোর, তপন ফার্মেসী, লক্ষ্মী শীল ও মিটু শীলের সেলুন দোকান সহ মোট ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দিনের বেলায় হাজারো লোকের সমাগম ও ফায়ার ফাইটারদের অক্লান্ত পরিশ্রমে আগুন ছড়াতে পারেনি।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক জামাল জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পৌর জমিদার হাট বাজারের চরবাদাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন মার্কেটের ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮টি দোকানে থাকা প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ও দোকান ঘর পুড়ে ছাই গেছে। আমাদের অনেক দোকানদার আর্থিক ও মানষিক ভাবে ভেঙ্গে পড়েছে।
রামগতি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার খোকন পাটওয়ারী জানায়, আমাদের কাছে বাজারে আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে খবর আসে। আমরা দ্রুততার সহিত ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিট কাজ শুরু করে। এতে শত শত দোকান আগুনের হাত থেকে রক্ষা পায়। আগুন লাগার বিষয়ে আমাদের তদন্ত চলছে তবে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগুনের সূত্রপাত হয়েছে।


















