মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৮টি ইউনিয়নে বাংলা ইটভাটা রয়েছে ৪৯টি। এসকল বাংলা ইটভাটায় কাজ করছে প্রায় অর্ধলক্ষ ইটভাটা শ্রমিক। আর প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত রয়েছে আরো ৫০ হাজার লোক। হঠাৎ করে এ সকল দেশীয় বাংলা ইটভাটা বন্ধের সিদ্ধান্তে চরম বেকারত্বের ঝুকিতে পড়বে কাজে জড়িত ১ লক্ষ শ্রমিক। আবার পরোক্ষভাবে এ শিল্পের সাথে জড়িত রয়েছে দেশের বিভিন্ন প্রান্তের আরো প্রায় অর্ধলক্ষ মানুষ।
জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে বাংলা ইটভাটা রয়েছে ৪৯টি। এসকল ব্রিকফিল্ডে সরাসরি কাজ করছে প্রায় ১লক্ষ শ্রমিক। বর্তমানে উপজেলার এসকল ইটভাটা বন্ধে সরকারের আইনের পাশাপাশি রয়েছে মহামান্য হাইকোর্টের নির্দেশনা। এরই মধ্যে উপজেলা প্রশাসন সকল অংশীজনদের নিয়ে সমন্বয় সভা করেছে। সেখানে বাংলা ইটভাটা বন্ধে সরকার এবং মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।
ব্রিকফিল্ডে কর্মরত শ্রমিক আবদুল গনি বলেন, আমরা বছরের প্রায় ৬/৭ মাস এসকল ফিল্ডে কাজ করে থাকি। মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা, জাটকা রক্ষা সহ অভয়াশ্রমের কারণে বছরের প্রায় ৫ মাস সময় অলস কাটে। এছাড়া এবছর নদীতে মাছ নেই বললেই চলে। তাই বাধ্য হয়ে বিকল্প কর্মসংস্থান না থাকায় আমরা এসকল বাংলা ব্রিকফিল্ডে কাজ করে জীবন ও সংসার চালাই। এগুলো বন্ধ হয়ে গেলে চরম বিপর্যয়ে পড়বে এ অঞ্চলের লাখো শ্রমিক। বাড়বে অপরাধ প্রবণতা।
এ বিষয়ে উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি সানাউল্যা সানু ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, আমাদের দুজনের মালিকীয় ব্রিকফিল্ডগুলো পরিবেশ বান্ধব ঝিকঝাক। তবে এ উপজেলায় আরো ৪৮টি বাংলা ইটভাট রয়েছে। হঠাৎ করে বন্ধ করে দিলে এ খাতে বিরূপ প্রভাব পড়বে। বেকার শ্রমিকরা জড়িয়ে পড়বে নানান অপরাধে। তাই আমরা দাবী করছি এ বাংলা ইটভাটাগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমে বন্ধ করা হোক। এতে মালিক ও শ্রমিক উভয়েই পর্যায়ক্রমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, ইতিমধ্যে অবৈধ ইটভাটা বন্ধে আমরা সকল অংশীজনকে নিয়ে সমন্বয় সভা করেছি। রামগতিতে চলতি মৌসুমে কোন অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবেনা।


















