২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:৪২ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

লক্ষ্মীপুরে অস্ত্র ও মাদক সহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৩, ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ণ

মো. নোমান হোসেন, লক্ষীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার চন্দ্র গন্জ থানার আওতাধীন উত্তর জয়পুর ও দেওপাড়া ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদক সহ দুই শীর্ষ সন্ত্রাসী কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কৃত সন্ত্রাসীরা হলেন মো. ইসমাইল হোসেন ওরপে বেল জিয়াম সুমন (৩৫)। গ্রেফতারকৃত সুমন ওরফে বেলজিয়াম সুমন উত্তর জয়পুর ইউনিয়নের কংশ নারায়ণপুর এলাকার আবদুর রব চৌধুরী বাড়ির সিরাজ মিয়ার ছেলে।

অপর গ্রেফতারকৃত সন্ত্রাসী রাসেল (২৭) চন্দ্রগন্জ এলাকার দেওপাড়া গ্রামের নূর মিয়া ব্যাপারী আবদুল খালেকের ছেলে। এ দুই সন্ত্রাসী গ্রেফতারের বিষয়টি চন্দ্রগন্জ থানার ওসি নিশ্চিত করছেন।

এলাকাবাসী ও অভিযান পরিচালনা কারি অফিসার জানান এই দুই সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র, ইয়াবা মাদক ইভটিজিং এর অনেক অভিযোগ রয়েছে।

গ্রেফতারের সময় মো. ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমনের কাছে ৯ এম এম পিস্তলের গুলি ও১০টি ইয়াবা পাওয়া গেছে অপর গ্রেফতার কৃত সন্ত্রাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রগন্জ থানার দেওপাড়া ইউনিয়নের স্হানীয় মোল্লা বাড়ীর জামে মসজিদের পিচনে পরিত্যক্ত একটি বাড়ি থেকে একটি দেশীয় এলজি,একটি পাইপগান একটি কার্তুজ উদ্ধার করা হয়।

চন্দ্রগন্জ থানার অফিসার ইনচার্জ মো. ফয়জুল আজিম জানান তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ইভটিজিং আইনে মামলা দায়ের করে আদালত সোপার্দ করা হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা