১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ১০:২৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ৮, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকালে জেলা সমবায় দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল আলম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন রুমি, জেলা পরিবার পরিকল্পনা সাবেক উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুনসহ প্রমুখ। আলোচনা সভার পূর্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয়/ সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সমবায় কর্মকান্ড চালু করেন। সমবায় মানে হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এর মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনৈতিক চাকা সমৃদ্ধ হয়েছে। আগামিতেও দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসময় সমবায়ে নিবন্ধীত বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত