২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৮:৩২ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোহেলের মনোনয়ন ফরম ক্রয়

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২০, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম ক্রয় করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে রামগতি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম ক্রয় করেন।

উপজেলার সম্ভ্রান্ত ও মুক্তিযুদ্ধের সংগঠক পরিবারের সন্তান সোহেল। বাবা আবুল কালাম মো. আজাদ উদ্দিন ছিলেন বাঙালির মহান মুক্তিসংগ্রামে এফএফ গ্রুপের নোয়াখালী ই-জোন কমান্ডার। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেন তখন থেকেই বৃহত্তর রামগতি উপজেলা বিএনপি’র সভাপতি ছিলেন একিউএম আজাদ উদ্দিন (আজাদ মিয়া)। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান রামগতিতে প্রকাশ্য জনসভায় আজাদ মিয়াকে বুকে জড়িয়ে নিজের আপন ছোট ভাই হিসেবে ঘোষনা করেছিলেন।

বনেদি পরিবারে জন্ম নিয়ে সোহেলের জনপ্রতিনিধিত্ত্বের হাতেখড়ি নিজ জন্মভূমি চররমিজ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে। চারবার বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিনবার রামগতি উপজেলা পরিষদ নির্বাচন করলেও দুইবারই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় লাভ করেন।

তার আপন চাচা ডা. হামিদ উদ্দিন ফেরদৌস রামগতি উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

স্থানীয়রা জানায়, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দৃশ্যমান ব্যাপক উন্নয়ন কাজ করায় আগের যেকোন সময়ের তুলনায় এলাকায় এবং দুই উপজেলায় সোহেলের জনপ্রিয়তা এখন তুঙ্গে। পতিত শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগের নৌকা প্রতিকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াহেদের শত বাঁধা বিপত্তি এবং ক্ষমতা প্রয়োগের পরও জনতার রায়ে তিনি উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় অর্জন করেন। যা ছিল অনেক চ্যালেঞ্জিং বিষয়।

স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল তার প্রতিক্রিয়ায় জানান মরহুম বাবার হাত ধরে আমি জন্ম থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত ছিলাম। কখনো দল পাল্টাই নাই। আমি বিএনপি’র নির্বাচিত উপজেলা সভাপতি ছিলাম। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হয় পেশীশক্তি দিয়ে নয়। সৎ সাহসিকতা আর মহৎ মানষিকতা মানুষকে অনেক উচুতে নিয়ে যায় আর সন্ত্রাস ও হিংসা নেয় অনেক নিচুতে। তাই আমাদের জনপ্রতিনিধিদের উচিত জনকল্যাণে নিবেদিত থাকা এবং গণমানুষের চাহিদা ও মনমেজাজ বুঝে কাজ করা।

সর্বশেষ - রামগতি উপজেলা