মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বেলা ১২ টায় ১০ ঘটিকায় রামগতি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাচন অফিসার নিলুফা ইয়াসমিন নিপা’র কাছ থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপি’র নব-নির্বাচিত সভাপতি ডা. মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাহেদুল বারীর মির্জা, পৌরসভা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র সাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক সৈয়দ মূর্তাজা আল-আমিন, রামগতি পৌরসভা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও কমিশনার দিদারুল ইসলাম খন্দকার, চর আলগী ইউনিয়ন বিএনপি’র সভাপতি তানভীর আহমেদ জুয়েল, রামগতি উপজেলা বিএনপ ‘র দপ্তর সম্পাদক আলমগীর হোসেনসহ প্রমূখ।

















