২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ ভোর ৫:৪৬ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

শিক্ষক হত্যার প্রতিবাদে রামগঞ্জ মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২, ২০২২ ১১:৪২ অপরাহ্ণ

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ঢাকা সাভার হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে মির্মমভাবে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পরিয়ে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২জুলাই) সকালে রামগঞ্জ পৌরসভার সামনে বাইপাস সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রফিক উল্লা মাষ্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. তছলিম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক পারুক, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, রামগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ মো. নুর উদ্দিন ভূঁইয়া,সাংবাদিক আবু তাহের, নিচহরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. খলিলুর রহমান,আতাকরা উচ্চ বিদ্যালয়ের প্রধার শিক্ষক মো. মুজিবুল হক, রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম শেখ, শিক্ষক মোশাররফ হোসেন, মো. রাশেদ সহ ২শতাধিক শিক্ষকবৃন্দ মানববন্দনে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন প্রভাষক উৎপল কুমার হত্যার সাথে যারা জড়িত তাদেকে আইনের আওতায় এনে অবশ্যই হত্যাকারীদেও বিচার করতে হবে। এছাড়া শিক্ষকদের নিরাপত্তা রক্ষায় শিক্ষক সুরক্ষা আইন করার জোর দাবি জানান শিক্ষকবৃন্দ।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর