১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ দুপুর ১২:০১ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

নান্দাইলে এনআরবিসি ব্যাংকের শুভ উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ৮, ২০২১ ১১:৫৭ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নন রেসিডেন্ট বাংলাদেশ কমার্সিয়াল ব্যাংক (এনআরবিসি) শাখা’র শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলা সদর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এনআরবিসি ব্যাংক কিশোরগঞ্জ শাখা’র ব্যবস্থাপক ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে এনআরবিসি নান্দাইল শাখা ব্যাংকের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

উদ্বোধনপূর্বক প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা শেষে এনআরবিসি ব্যাংক ব্রাহ্মনবাড়িয়া শাখার ব্যবস্থাপক মনিরুল আলম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, বিশিষ্ট ঠিকাদার সারোয়ার জামান জনি ও জাসদ নেতা মো. আমরু মিয়া।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংক হোসেনপুর শাখার ব্যবস্থাপক রেজাউল করিম বেলাল, কটিয়াদী শাখার ব্যবস্থাপক কে.এম ইলিয়াস রায়হান, নান্দাইল এনআরবিসি’র শাখা ব্যবস্থাপক আসিফ সারোয়ার, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান ভুইয়া অপু, পৌর ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম সালাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে সহায়তায় করার ফলে উপজেলা পর্যায়ের ব্যাংকিং শাখা বিস্তার লাভ করায় কৃষিখাত সহ বিভিন্ন শিল্পখাতে ব্যবাসায়ী ও বেকার যুবক-যুবতীরা চাকরির পিছনে না ঘুরে ব্যাংকিং সেবা গ্রহন করে স্বাবলম্বী হয়েছে।

এছাড়া সংসদ সদস্য উক্ত শাখা ব্যাংক কর্তৃপক্ষকে নান্দাইলে কর্মরত ঠিকাদারগণকে বিশেষ সেবা প্রদানের মাধ্যমে নান্দাইলের অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে সবধরনের সহযোগীতা করার আহব্বান জানান। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কিশোরগঞ্জ

আপনার জন্য নির্বাচিত