মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পাকুন্দিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পাদক ডা. মো. আনোয়ার হোসেন, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছুদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন ও মজিবুর রহমান প্রমুখ।