৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ ভোর ৫:২৪ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

ইটনায় বন্যা পরিস্থিতি দূর্গত এলাকা ঘোষণার দাবি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২২, ২০২২ ১০:১৫ অপরাহ্ণ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হাওর বেষ্ঠিত কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ৯টি ইউনিয়নই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইটনা উপজেলা নির্বাহী অফিসার এর অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত বন্যা দূর্গত বানভাসি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৫৭টি আশ্রয়ন কেন্দ্র খোলা হয়েছে। পানি বন্দি পরিবারের সংখ্যা ৮,৬১৮ জন, ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ২৫,৫৫৪ জন।

বন্যায় বরাদ্দকৃত ত্রাণের পরিমান শুকনা খাবার ৪০০ প্যাঃ জি আর ক্যাশ ৫০,০০০/- টাকা জি আর চাউল ৩০ মেট্রিক টন বর্তমানে মজুদ জি আর চাউল ৮.৬৩০। আশ্রিত লোক সংখ্যা পুরুষ ৩,৫৩২ জন, মহিলা ৩,৬১৭ জন, শিশু ৭২৫ জন, প্রতিবন্ধি ৬জন, গরু মহিষ ৭১০টি, ছাগল ভেড়া ২৫টি, এছাড়া ১২টি মেডিকেল টিম চালু রয়েছে।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার বলেন, আবহাওয়া অনূকুলে আসায় পানি কমতে শুরু করেছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে এবং তা বিতরণ করা হচ্ছে তবে গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে এবং এ সংকটাপন্ন অবস্থায় তার ব্যবস্থা করা হচ্ছে।

সরকারি ভাবে ২২ জুন বুধবার সকাল ১০ টার পর একটি হেলিকাপ্টার ইটনা উপজেলার বন্যায় দূর্গত এলাকা পরিদর্শন করতে দেখা গেছে। অনতিবিলম্বে ইটনা উপজেলাকে বন্যা দূর্গত এলাকা ঘোষণার দাবি জানাচ্ছে সরকারের কাছে এলাকার আপামর জনগণ।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কিশোরগঞ্জ