মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় স্কুল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করা হয়।
রবিবার (১২ অক্টোবর) বেলা ১১ টা চর পাগলা পাটওয়ারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে কমলনগর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ এর সভাপতিত্বে মেডিকেল অফিসার সোহেল রানার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান। বিশেষ অতিথি ছিলেন কমলনগর মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোরশেদ আলম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চর কালকিনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত, চর পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার, সাংবাদিক মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, মুছা কালিমুল্লাহসহ প্রমূখ।
উল্লেখ্য যে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান ১২ ই অক্টোবর থেকে ১৩ ই নভেম্বর পর্যন্ত আমাদের এ টিকা দান কার্যক্রম চলবে,প্রথম দাফে ১০ দিন স্কুল পর্যায়ে ৫৩,৫০০ শিশুকে আমরা টিকা দিবো। দ্বিতীয় দাফে ৮ দিন মাদ্রাসা ও কিন্ডারগার্ডেন পর্যায়ে ২৭,৯৬০ জন কে টিকা দিবো। আমাদের টার্গেট ৮১,৪৬০ জন, পরবর্তী দাফে আমরা পথশিশুদের টিকা দিবো এতে কমলনগরের শিশুরা টাইফয়েড মুক্ত হবে।


















