৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৯:৩৮ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কিশোরগঞ্জে পাঁচ লাখ ১৫ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১৩, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ

মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-১৫ মার্চ ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) জেলা সিভিল সার্জনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জেলা সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ দিদারুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম, জেলা প্রেসক্লাবের সভাপতি একেএম নাসিম খান, কিশোরগঞ্জ সেন্টাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন অভিজিত শর্ম্মা জানান, জেলার ১৩ টি উপজেলায় এ বছর পাঁচ লাখ ১৫ হাজার ৮৫৬ জন শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষমাত্রা রয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৬০ হাজার ৮৪৩ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে চার লাখ ৫৫ হাজার ১৩ জন শিশু। সিভিল সার্জন এও জানান, ভিটামিন -এ শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। এছাড়াও অন্য কোন সমস্যা না থাকলে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেয়ে কোন শিশু মৃত্যু বরণ করে না। তাই নির্ভয়ে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো আহ্বান করেন।

ডেপুটি সিভিল সার্জন মো. দিদারুল ইসলাম জানান, ১৫ মার্চ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে মাঠ পর্যায়ে ২ হাজার ৯৩৪ টি কেন্দ্রে ১ হাজার ৫০৭ জন জনবল কাজ করবেন। এর মধ্যে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে ১ ম সারির ৩ শত ৮২ জন তত্ত্বাবধায়ক কাজ করবেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা