১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১০:১৪ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কুলিয়ারচরের প্রাণ পুরুষ মুছা মিয়া সিআইপি’র ৩ য় মৃত্যু বার্ষিকী পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২০, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর, (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার প্রাণপুরুষ, সকলের প্রিয় ব্যক্তিত্ব, সিংহ পুরুষ নামে খ্যাত, উন্নয়নের রুপকার, বিশিষ্ট্য দানবীর, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা, কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মুছা মিয়া (সিআইপি)’র ৩ য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

বার্ষিকী উপলক্ষে কুলিয়ারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনি ২০২১ সালের ১৯ জুন সকাল ৬ টা ১০ মিনিটে ঢাকার গুলশান ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছিলেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছিলেন ।

তাঁর বড় ছেলে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র ইমতিয়াজ বিন মুসা জিসান।

জিসান বলেন, আমার বাবার ৩ য় মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের এই দিনে আমার বাবা এ পৃথিবী থেকে থেকে চিরবিদায় নেন। সন্তানের জন্য আদর-শাসন ও বিশ্বস্ততার জায়গা হলো বাবা। বাবার তুলনা বাবা নিজেই। বাবা অম্লান, বাবা নামক গাছের ছায়া যার উপরে নেই, সে-ই বোঝে রোদের তাপ কতটা প্রখর! বাবা নেই বিষয়টি ভাবতেই চোঁখের অশ্রুধারা প্রবাহিত হয়। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পথে চলতেন।

মহান আল্লাহ তায়ালা যেন বাবাকে জান্নাতবাসী করেন, সকলের কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন তিনি।

সর্বশেষ - কমলনগর উপজেলা