১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৪৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

পাকুন্দিয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৮, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে দুই শ্রমিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (২৬ আগষ্ট) দুপুরে উপজেলার মির্জাপুর ও বাহাদিয়া ঘাটে অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার।

তারা হলেন উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের আবু তাহেরের ছেলে হীরা মিয়া (২১), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলা ইউনিয়নের কৌকরা রাই গ্রামের আ. হামিদের ছেলে আঙ্গুর মিয়া (৩৫)। তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত জানতে পারেন, উপজেলার ব্রহ্মপুত্র নদের মুনিয়ারীকান্দা এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে দুইটি বাল্কহেড মির্জাপুর ঘাট ও বাহাদিয়া পাঠান বাড়ি ঘাটে আনলোড করছে। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে বালু ভর্তি দুইটি বাল্কহেডসহ দুইজন শ্রমিককে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে তাদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেন, উপজেলা ভূূমি অফিসের নাজির মো. মাহবুবুর রহমানসহ কয়েকজন পুলিশ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন, আমরা প্রতিনিয়ত এ অবৈধ বালু উত্তোলন থেকে বিরত রাখতে চেষ্টা করে যাচ্ছি। এর আগেও এই নদ থেকে একাধিকবার অবৈধ বালু উত্তোলনকারীদের জেল জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত