১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৪:২৬ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় ২৬০পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ৯, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৬০পিস ইয়াবাসহ সেলিম (৩০) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নারান্দী ইউনিয়নের নারান্দী মধ্যপাড়া গ্রামের বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (৯ এপ্রিল) দুপুরে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাহিদ হাসান সুমন সাংবাদিকদের এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃত সেলিম নারান্দী ইউনিয়নের নারান্দী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের জসিম উদ্দিনের পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় এসআই শাহ কামাল ও এএসআই আরসাদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নারান্দী মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করে। এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি অনেক দিন ধরেই ইয়াবা কারবারির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সেলিমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ে করা হয়েছে। তাকে আজ রব্বিার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত