২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:২৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

বাজিতপুরে স্পিডবোট ঘাট নিয়ন্ত্রণ নিয়ে চাঁদাবাজি ও হামলার অভিযোগ: আহত ৩

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২৪, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ

ইফরানুল হক সেতু, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলী ইউনিয়নের দিঘীরপাড় পাটুলী এলাকায় স্পিডবোট ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী জিয়াউল মিয়া (৩৫), দিঘীরপাড় ইউনিয়নের আগুন আলীর ছেলে অভিযোগে উল্লেখ করেন, বিআইডব্লিউটিএ থেকে বৈধ লাইসেন্সপ্রাপ্ত তিনটি স্পিডবোট পরিচালনার দায়িত্বে থাকা সত্ত্বেও, একটি সন্ত্রাসী চক্র বিগত আড়াই মাস ধরে অবৈধভাবে ঘাট নিয়ন্ত্রণ করে যাত্রীপ্রতি ৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।

গত ২৩ জুলাই দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পাটুলী ফুড ল্যান্ড ক্যাফেতে অবস্থানকালে অভিযুক্ত মাহিবুর রহমান (৫৫) তার কাছে চাঁদা দাবি করে। জিয়াউল মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কিছুক্ষণ পর দেশীয় অস্ত্রসহ ১৮-২০ জনের একটি সংঘবদ্ধ দল সেখানে হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং তার সঙ্গে থাকা নগদ ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

হামলা ঠেকাতে গেলে সাক্ষী তারেক মিয়ার ডান হাতে বল্লম দিয়ে আঘাত করা হয় এবং অপর সাক্ষী শফিকুল ইসলামকে পেছন দিক থেকে কোমরে আঘাত করে গুরুতর জখম করা হয়। আহতদের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার পর জিয়াউল মিয়া বাদী হয়ে বাজিতপুর থানায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর থেকে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা