মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে পড়ুয়া কয়েক কিশোরীকে ইভটিজিংয়ের প্রতিবাদে, বখাটেদের গ্রেফতার, প্রতিবাদী কিশোর সামিরের উপর হামলার বিচার ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, বুধবার (৩০ এপ্রিল) সকালে স্কুলের শিক্ষার্থীরা প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাদের ছবি তুলে ভিডিও করে রাকিবের নেতৃত্বে কিশোর
গ্যাংয়ের চার সদস্য। মেয়েরা প্রতিবাদ করে এবং উপস্থিত ছাত্রদের সাহায্য চাইলে ৮ম শ্রেণীর ছাত্র সামির এগিয়ে এসে ইভটিজিংকারীদের এ ধরনের কাজ করতে বাঁধা প্রদান করে। ওই দিন স্কুল ছুটির পর বাড়ী যাওয়ার পথে হামলার শিকার হয় প্রতিবাদী সামির। সামিরকে ধরে একটি গোডাউনে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে বেদম মারধর করে কিশোর গ্যাং সদস্যরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয় অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
অভিভাবকরা জানায়, দ্বীর্ঘদিন থেকে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষাথীদেরকে ইভটিজিং করে আসছে একই এলাকার কিশোর গ্যাংয়ের কয়েকটি ছেলে। বিষয়টি স্কুলের গন্ডি পেরিয়ে থানা পর্যন্ত গড়ায়। থানাও কোন ধরনের সুন্দর সুরাহা দিতে ব্যর্থ হয়। এতে করে অপরাধীরা পার পেয়ে গেছে মনে করে প্রতিবাদী কিশোর সামিরের উপর পরিকল্পিত হামলা করে এ কিশোর গ্যাংটি।
গ্যাং লিডার আবদুল বাচেকের ছেলে রাকিব তার সহোদর ভাই হোসেন, সেলিমের ছেলে রিদয় ও বাবুলের ছেলে সাকিব মিলে সামিরকে বাজারের একটি পরিত্যক্ত গোডাউনে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন, সহকারী শিক্ষক শামছুদ্দিন পারভেজ সহ স্থানীয় গণ্যমান্যরা মিলে সামাজিক ভাবে মীমাংশার জন্য বসলেও কিশোর গ্যাংয়ের সদস্যদের উচ্ছৃংখল আচরণের কারণে ভন্ডুল হয় শালিশী বৈঠক।
এ দিকে কিশোর গ্যাংয়ের সদস্যদের ইভটিজিং ও সামিরের উপর হামলার ঘটনার আজ অবধি কোন ধরনের সুবিচার না হওয়ায় আজ রোববার সকালে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে স্কুলের শিক্ষার্থীরা।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের করেছি।
রামগতি থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।