১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১১:৪৩ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে গভীর রাতে প্রবাসীর বাড়ীতে ডাকাতি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১৩, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক প্রবাসীর বাড়ীতে গভীর রাতে ভয়াবহ ডাকাতি ও প্রবাসীর স্ত্রী এবং তার দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে মেরিনাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
সোমবার (১০ জুন) গভীর রাতে আজাদনগর এলাকার প্রবাসী আলাউদ্দিনের বাড়ীতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত প্রবাসীর স্ত্রী তাছলিমা বেগম জানান, গভীর রাতে বাড়ীতে মোরগের পাখা ঝাপটানোর শব্দ শুনে মোরগের খোয়াড় দেখতে ঘরের দরজা খুলে বের হতে চাইলে অস্রধারী ডাকাতরা আমার হাতে কোপ মারে। আমার চিৎকারে মেয়ে মেরিনা এগিয়ে এলে ডাকাতরা তাকে লোহার রড ও শাবল দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। ডাকাতদল আমাকে ধরে লোহার রেঞ্চ দিয়ে বেশ কয়েকটি আঘাত করলে আমার মাথার কয়েক যায়গা দিয়ে ফেটে যায়। তারা টাকা ও স্বর্ণের গয়না দেয়ার জন্য বলে আমার গলায় ছুরি ধরে আমাকে হত্যার চেষ্টা করে। আমার মেয়ে জীবন বাঁচাতে বলে দিলে ডাকাতরা আলমিরাতে রাখা প্রায় ২লক্ষ নগদ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরে পাশের বাড়ীর লোকজন ও স্থানীয়রা আমাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতাল নিয়ে চিকিৎসা করায়। আমরা হাসপাতাল থেকে বাড়ীতে আসার পর দেখতে পাই ডাকাতরা প্রথমে ঘরের চালের টিন ও জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশের চেষ্টা করেছিলো।

স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহিম বলেন, আমি ঘটনাটি শুনার সাথে সাথে তাদের বাড়ীতে যাই। ধারালো ছেনির কোপে গুরুতর আহত তাছলিমা বেগম ও তার মেয়েকে চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতাল পাঠাই এবং বিষয়টি প্রশাসন ও পুলিশকে অবহিত করি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত