২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৩:০৯ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে চুরির অপবাদে শিশু নির্যাতন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ১৫, ২০২২ ৭:০২ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ছাগল চুরির অপবাদে ইব্রাহিম ও রহিম নামের ১২/১৪ বছরের দুই শিশুকে ইউপি সদস্য সেলিমের নেতৃত্বে অমানবিকভাবে শারিরীক নির্যাতনের খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে চর পোড়াগাছা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নতুন বাজার এলাকায়।

জানা যায়, বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বিকাল অনুমান ৪ টার দিকে এ দুই শিশুকে বাজারের পাশ থেকে ধরে বাজারে নিয়ে আসে রহিম। এ সময় স্থানীয় ইউপি সদস্য সেলিম, হোসেনের ছেলে রহিম, বদি আলমের ছেলে ইব্রাহিম, আ: জাহেরের ছেলে শাহাদাত সহ আরো ৪/৫ জন এ দুই শিশুকে বেদম মারধর করে বাজারের মধ্যে বেঁধে রাখে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ দুই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরবর্তিতে পরিবারের লোকজনের হাতে তাদের ছেড়ে দেয়া হয়।

নির্যাতনের শিকার মনিরের ছেলে রহিম ও আবুল খায়েরের ছেলে ইব্রাহিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা হাসপাতালে চিকিৎসা নেয়।

ইব্রাহিমের মা ছকিনা খাতুন জানান, আমার ছেলেকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইউপি সদস্য সেলিমের নেতৃত্বে নির্মম নির্যাতন করা হয়েছে। মেম্বার সেলিম আমার বাড়ী গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে বলে, হয় টাকা দিবি না হয় তোর ছেলেকে ছাগল চুরির অপবাদ দিয়ে থানায় চালান দেয়া হবে। আমি এর ন্যায় বিচার চাই।

ইউপি সদস্য সেলিম বলেন, ছেলে দুটি ছাগল চুরি করায় বিচার করেছি।

শারিরীক নির্যাতনের শিকার দুই শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়ার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা