মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি পৌর ৯নং ওয়ার্ডে ব্যারিস্টার ইব্রাহিম খলিল সোহেলের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১০ ঘটিকায় থানা অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর তদন্ত মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
শনিবার (৯ আগস্ট) রাতে পৌরসভার ঐতিহ্যবাহী দিশারী বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ীর কেয়ারটেকার কামাল উদ্দিন জানায়, রাতের কোন এক সময়ে চোরের দল ঘরে প্রবেশ করে লোহার আলমিরা, কয়েকটি ওয়ারড্রোব, শোকেইচ ভেঙ্গে বাড়ীর জায়গা জমির দলিল দস্তাবেজ, প্রয়োজনীয় কাগজপত্র, লকারে থাকা মূল্যবান সামগ্রী সহ কিছু স্বর্ণালংকার, ১টি ৪৮ ইঞ্চি টিভি ও সোলারের ব্যাটারী নিয়ে যায়।
ব্যারিস্টার ইব্রাহিম খলিল বলেন, আমি পেশাগত কাজে ঢাকায় থাকি। আমার বাড়িতে কামাল উদ্দিন নামের একজন কেয়ারটেকার থাকেন। তিনি সকালে আমাকে জানান বাড়িতে চুরি হয়ে বিভিন্ন মূল্যবান সামগ্রীর সাথে কয়েকটি ফাইলে রক্ষিত বাড়ির দলিল দস্তাবেজগুলো নিয়ে গেছে। বিষয়টি আমি প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করেছি।
ব্যারিস্টার সোহেলের চাচা আবদুল মালেক জানান, দ্বীর্ঘদিন থেকে একই বাড়ীর পার্শ্ববর্তী ঘরের রেজাউল হকের সাথে আমাদের জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। যেহেতু চোরের দল মূল্যবান সামগ্রীর সাথে বাড়ীর দলিল দস্তাবেজের কয়েকটি ফাইল নিয়ে গেছে তাই প্রাথমিক ভাবে ধারনা করছি এ ঘটনা তারাই ঘটিয়েছে।
ব্যারিস্টার ইব্রাহিম খলিল সোহেল ঐতিহ্যবাহী দিশারী বাড়ীর মরহুম আবদুল খালেকের ছেলে। তিনি সুপ্রিমকোর্টে সিনিয়র আইনজীবি হিসেবে কর্মরত রয়েছেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ মো কবির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। অধিকতর তদন্ত চলছে। চুরির রহস্য উদঘাটনের চেষ্টা করছি।