মো. নোমান হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: সামনে ঈদ। সবার চোখে মুখে এক প্রকার আনন্দ। নাড়ির টানে সবাই ফিরছেন নিজ নিজ গন্তব্যে। প্রিয় মানুষ জনের সাথে। একে অপরের সানিধ্যে ঈদ করবে। আনন্দ করবে ভাগাভাগি। বহুদিন পরে প্রিয় জনদের সাথে দেখা প্রিয় জনদের মুখে ফুটবে হাসি। কনশাস কনজ্যুমার সোসাইটি ভোক্তা অধিকারের একটি স্বেচ্ছাসেবী একটি মানবিক সংগঠন তারা সাধারণ যাত্রী দের হয়রানি বন্ধে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি মানববন্ধন করেন।
এ সংগঠনের নেতা কর্মী সহ সাধারণ ঘর মুখি মানুষের একটাই অভিযোগ প্রতি বছর ঈদ আসলে সাধারণ যাত্রীদের হয়রানি ভোগান্তির শেষ নেই। পরিবহন মালিকরা যাত্রী দের কাছ থেকে বিভিন্ন উৎসবে যেখানে মালিকদের যাত্রীদের সাহায্য করার কথা, সেখানে নেওয়া হয় অতিরিক্ত ভাড়া। যাত্রীদের মধ্যে কেউ কেউ এ বাড়তি ভাড়া নেওয়ার ব্যাপরে প্রতিবাদ করলে ও কোন কাজ হয় না। এতে করে হয়রানি সহ তাদের কে পরিবহন মালিকদে লোকজন কত ভাবে শারিরীক মানুষিক হয়রানি করে। তাই আজকে আমাদের এ মানববন্ধন পরিবহন মালিকদের বিরুদ্ধে সাধারণ যাত্রীদের হয়রানি বন্ধের জন্য। আমরা তাদের কে নানান ভাবে হুশিয়ারি দিচ্ছি কেউ যেন যাত্রিদের কাছ থেকে কোন ভাবে কোন রকম ভাড়তি টাকা হয়রানি না করে। আমাদের টিম জেলা উপজেলা প্রতিটি যায়গা তদারকি তে থাকবে। কোন রকম অনিয়ম ধরা পড়লে সাথে সাথে আইনি ব্যবস্হা নেওয়া হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করার মাধ্যমে জেলা প্রশাসক কে অবগত করেন। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সিসিএস এর সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন জেলা উপজেলার সদস্য বৃন্দ প্রমূখ।